বিসিবি নির্বাচন নিয়ে আর বাধা নেই, চিঠি স্থগিতের আদেশ বাড়ালো আদালত

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন সামনে রেখে হাইকোর্টের দেওয়া একটি স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
ফলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (২৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অ্যাডহক কমিটির কাউন্সিলর মনোনয়ন বাতিল করে নিজে স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে নতুনভাবে কাউন্সিলর মনোনয়নের নির্দেশ দেন। তার এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে চার ব্যক্তি রিট দায়ের করেন—রাজবাড়ীর মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী এবং টাঙ্গাইলের আলী ইমাম।
রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২২ সেপ্টেম্বর বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেন এবং চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এর বিরুদ্ধেই বিসিবি আপিল বিভাগে আবেদন করে।
আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আরশাদুর রউফ এবং ব্যারিস্টার অনিক আর হক। বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান, আর রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বিসিবির নির্বাচন ঘিরে ইতোমধ্যে সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকরা নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা দিয়েছেন। তবে যেসব জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির কারণে কাউন্সিলর মনোনয়ন দিতে পারেনি, সেসব আবেদন বাতিল করেন সভাপতি বুলবুল। পরবর্তীতে তিনিই নিজে স্বাক্ষর করে নতুন কাউন্সিলর মনোনয়ন দেন, যা নিয়েই আইনি বিতর্কের সূত্রপাত।
চেম্বার আদালতের আজকের সিদ্ধান্ত অনুযায়ী, ৬ অক্টোবরের নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এখন আর কোনো আইনি বাধা নেই। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর।
১১৪ বার পড়া হয়েছে