অর্থনৈতিক সংকটে প্রবাসীদের রেমিট্যান্স ছিল প্রধান ভরসা: প্রধান উপদেষ্টা

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের অর্থনীতিকে ভরাডুবি থেকে বাঁচিয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।
নিউইয়র্কের ম্যানহাটনে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ অনুষ্ঠানে তিনি বলেন,
“অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই তা রক্ষা করেছে। আজকের এই সংকটকালে আপনাদের পাঠানো অর্থই আমাদের প্রধান চালিকাশক্তি।”
তিনি বাংলাদেশ নিয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, দেশটির তরুণ জনশক্তি বিশাল সম্ভাবনার উৎস। বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, তারা যেন বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচনা করে কারখানা স্থাপন করে।
প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আপনারা বাংলাদেশের অংশ। আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফিরে আসুন, বিনিয়োগ করুন, ধারণা নিয়ে আসুন।”
তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন করা হবে।
আঞ্চলিক অর্থনীতিতে নেতৃত্বের সুযোগ
প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ শুধু নিজেই নয়, আশপাশের দেশের জন্যও সম্ভাবনার দ্বার হতে পারে। নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য সমুদ্রবন্দর ব্যবহার উন্মুক্ত করে দিলে সবাই উপকৃত হবে বলে মত দেন তিনি।
তিনি বলেন,
“কক্সবাজার-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রস্তুত। এখন প্রয়োজন বঙ্গোপসাগরের সম্পদ ব্যবহারে সক্রিয় পদক্ষেপ।”
অর্থনীতি পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকা
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, গত এক বছরে বৈদেশিক বিনিয়োগ দ্বিগুণ হয়েছে এবং অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারে নেওয়া উদ্যোগগুলোর পাশাপাশি প্রবাসীদের অবদান ছিল গুরুত্বপূর্ণ।
প্যানেল আলোচনায় প্রবাসীদের শক্তির স্বীকৃতি
অনুষ্ঠানে বিভিন্ন প্যানেল আলোচনায় প্রবাসীদের ভূমিকাকে "জাতীয় সম্পদ" হিসেবে তুলে ধরা হয়।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন,
“জুলাই-আগস্টের আন্দোলনে প্রবাসীদের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য।”
নারী ও তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে এনসিপির তাসনিম জারা বলেন,
“যখন সবাই একসাথে কাজ করে, তখন ইতিহাস বদলায়। আমরাও তা পারব।”
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমীর সৈয়দ তাহের, এবং এনসিপির আখতার হোসেনসহ রাজনৈতিক নেতৃত্ব বক্তব্য রাখেন।
উদ্যোগ ও উদ্ভাবনের মিলনমেলা
‘এনআরবি কানেক্ট ডে’–তে ছিল প্রবাসীদের অভিজ্ঞতা, মতামত ও পরিকল্পনা ভাগাভাগির সুযোগ। এতে ‘শুভেচ্ছা অ্যাপ’ উদ্বোধনসহ ডিজিটাল প্রযুক্তি ও সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়।
ব্যবসা, প্রযুক্তি, স্বাস্থ্য, একাডেমিয়া ও উন্নয়ন খাতের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়ে এই আয়োজনে দেশের সম্ভাবনা, সেবা এবং সামাজিক-অর্থনৈতিক সম্পৃক্ততার নতুন দ্বার উন্মোচিত করেন।
১০৮ বার পড়া হয়েছে