সর্বশেষ

আন্তর্জাতিক

বিজয়ের জনসভায় মর্মান্তিক পদদলিতের ঘটনা, নিহত ৩১

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর করুর শহরে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের একটি জনসভায় পদদলিত হয়ে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

শনিবার রাতে তামিলনাড়ুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) দলের সভাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে এই জনসভা আয়োজন করা হয়েছিল। অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনার কারণে সেখানে হুড়োহুড়ির সৃষ্টি হয়। অনেকে মাটিতে পড়ে গেলে পদদলিত হন।

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ান জানান, নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ ও ৬ জন শিশু রয়েছে। আহতদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। জনসভার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে উঠেছে প্রশ্ন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন