পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৭ টিটিপি সদস্য নিহত

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর অন্তত ১৭ সদস্য নিহত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কারাক জেলার পুলিশ প্রধান শেহবাজ এলাহী।
অভিযানে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে, গত বুধবার ডেরা ইসমাইল খান জেলায় আরেকটি অভিযানে নিহত হয়েছিল টিটিপির আরও ১৩ সদস্য।
খাইবার পাখতুনখোয়া প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরেই তালেবানপন্থি গোষ্ঠীগুলোর জন্য একটি আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সীমান্তবর্তী এই অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালকে পাকিস্তানের জন্য অন্যতম রক্তাক্ত বছর হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওই বছর দেশে ১৪৪টির বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, যা গত দশকে সর্বোচ্চ। এতে প্রাণ হারান ৬৮৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৯২৭ জন বেসামরিক মানুষ।
বিপরীতে, একই সময়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিহত হয় প্রায় ৯৩৪ জন সন্ত্রাসী।
১১৮ বার পড়া হয়েছে