শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুট

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক দুধ ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার গভীর রাতে, আনুমানিক ১টার দিকে, উপজেলার কবিরপুর রামকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহকর্তা প্রতাপ কুমার সরকার জানান, ক্রিকেট খেলা দেখার পর পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। এমন সময় একদল মুখোশধারী ডাকাত তাদের বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে প্রতাপ কুমার ও তার পরিবারকে জিম্মি করে ফেলে। পরে ঘর তছনছ করে নিয়ে যায় প্রায় ৭০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং বেশ কিছু কাঁসা-পিতলের বাসন-কোসন।
প্রতাপ কুমার আরও জানান, ডাকাতদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হবে এবং সবার মুখ কাপড়ে ঢাকা ছিল। তিনি দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।
১৪৯ বার পড়া হয়েছে