সর্বশেষ

আন্তর্জাতিক

সৌদিতে টানা ১৩ দিন ব্যাপী বিশ্বের সবচেয়ে বড় কমেডি শো শুরু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামীকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হতে যাচ্ছে একটি বর্ণাঢ্য কমেডি উৎসব, যা চলবে টানা ১৩ দিন, ৯ অক্টোবর পর্যন্ত।

এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন নামকরা কমেডিয়ান অংশগ্রহণ করবেন। এই কমেডি শোতে প্রবেশ করতে হলে অবশ্য টিকিট কিনতে হবে।

তবে, এই উৎসবকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তীব্র সমালোচনা করেছে। সংস্থাটি মনে করছে, সৌদি সরকার তাদের মানবাধিকার লঙ্ঘনের কুশীলব থেকে নজর সরানোর জন্য এই ধরনের মঞ্চ তৈরি করছে।

এই উৎসবের সময়কাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি সাংবাদিক ও কলামিস্ট জামাল খাশোগির হত্যার সাত বছর পূর্তির সঙ্গে মিল রয়েছে। সাত বছর আগে তুরস্কে সৌদি গুপ্তহত্যাকারী দলের হাতে খাশোগিকে হত্যা করা হয় এবং পরে তার মরদেহ গলিয়ে ফেলা হয়।

হিউম্যান রাইটস ওয়াচের সৌদি বিষয়ক গবেষক জোয়ে শেয়া বলেন, “সৌদিতে যেসব কমেডিয়ান বড় অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন, তাদের উচিত তাদের মুখ বন্ধ রাখা নয়। এই সুযোগে তারা সৌদি বন্দি মানবাধিকারকর্মীদের মুক্তির দাবি তুলতে পারেন এবং যেসব ব্যক্তি বক্তব্য দেওয়ার জন্য ফাঁসিতে ঝুলিয়েছেন, তাদের প্রসঙ্গও সামনে আনতে পারেন।”

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তারা বেশ কিছু কমেডিয়ানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কোনো জবাব পাননি।

এদিকে, এ কমেডি শোতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশিষ্ট কমেডিয়ানরাও অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছে কেভিন হার্ট, ডেভ চ্যাপেল, আজিজ আনসারি, পেটে ডেভিডসন এবং জিমি কার। এই অনুষ্ঠানকে বিশ্বের সবচেয়ে বড় কমেডি শো হিসেবে অভিহিত করা হচ্ছে এবং এটি সৌদি আরবের ভিশন-২০৩০ পরিকল্পনার একটি অংশ। যেখানে দেশটি তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করার চেষ্টা করছে।

সূত্র: জুরিস্ট

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন