আগারগাঁওয়ে দোকান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. বাবলু (৪০) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে বলে জানিয়েছে শেরেবাংলা নগর থানা।
সংঘর্ষের এ ঘটনা ঘটে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তালতলার জনতা হাউজিং গেট সংলগ্ন ফুটপাত এলাকায়। আহত অবস্থায় বাবলুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবলু ওই এলাকার বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জনতা হাউজিং গেটের পাশে একটি টং দোকানে চা বিক্রি করতেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
বাবলুর স্বজন আব্দুর রউফ জানান, মঙ্গলবার সন্ধ্যার পর প্রতিপক্ষের লোকজন বাবলুর দোকান উচ্ছেদের চেষ্টা করে এবং দখলে নিতে চায়। এ সময় রবিউল নামে একজন লোহার পাইপ দিয়ে তার মাথায় আঘাত করলে বাবলু মাটিতে লুটিয়ে পড়েন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, “গণঅধিকার পরিষদের দুটি পক্ষের মধ্যে দখল নিয়ে বিরোধ চলছিল। একটি পক্ষ ফুটপাত দখল করে অফিস বানিয়েছে, আরেক পক্ষ তা মেনে নিতে চায়নি। অফিস ভাড়া দেওয়া নিয়েও দ্বন্দ্ব ছিল। এসব বিষয়কে কেন্দ্র করেই মারামারি হয়, এবং এতে বাবলু আহত হয়ে পরে মারা যান।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১০৮ বার পড়া হয়েছে