স্ট্যান্ডিং টিকিট ও হাফ ভাড়াসহ ১৩ দাবিতে হাইকোর্টে রিট

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ট্রেন ও মেট্রোরেলে যাত্রীসেবার মানোন্নয়ন, অনিয়ম রোধ এবং যাত্রীদের ন্যায্য সুবিধা নিশ্চিতে হাইকোর্টে একটি জনস্বার্থমূলক রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি দাখিল করেন নরসিংদীর বাসিন্দা ও জনআন্দোলন কর্মী আরিফুর রহমান মুরাদ।
রিটে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।
আরিফুর রহমান মুরাদ গণমাধ্যমকে জানান, যাত্রীসেবার উন্নয়নে ও নানাবিধ অব্যবস্থাপনার প্রতিবাদে মোট ১৩টি বিষয়ে রুল ও নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়েছে।
রিটে যেসব দাবির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো:
১. ট্রেনে ১০০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট চালুর মাধ্যমে দাঁড়ানো যাত্রীদের জন্য আলাদা টিকিট সুবিধা নিশ্চিত করা।
২. ছাত্র-ছাত্রী এবং দাঁড়িয়ে যাতায়াতকারী যাত্রীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারণ।
৩. রেলস্টেশনগুলোর ভেন্ডিং মেশিনে অতিরিক্ত চার্জ কাটা বন্ধ করা।
৪. ভিড় কমাতে ও যাত্রীসেবা বাড়াতে ট্রেনে পর্যাপ্ত বগি সংযুক্ত করা।
৫. নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন পরিচালনা নিশ্চিত করা।
৬. রেলস্টেশনগুলোতে মোবাইল চার্জিং পয়েন্ট স্থাপন।
৭. দুর্নীতি প্রতিরোধে আন্তঃনগর ট্রেনে টিটিইর পরিবর্তে নির্দিষ্ট বগির অ্যাটেনডেন্টদের মাধ্যমে স্ট্যান্ডিং টিকিট বিক্রি ও কমিশনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা।
৮. অসুস্থ, প্রবীণ বা স্টেশনে আগত সম্মুখ সারির যাত্রীদের জন্য কমিউটার ট্রেনে অগ্রাধিকার ভিত্তিতে সিট বুকিংয়ের ব্যবস্থা চালু করা।
৯. মেট্রোরেলে শুধু মাগরিব নামাজের জন্য নামাজের নির্ধারিত স্থান বরাদ্দ।
১০. মেট্রোরেলের পাবলিক টয়লেটের ইজারা বাতিল।
১১. কমলাপুর স্টেশনে জয়দেবপুরের কাউন্টারে নরসিংদীগামী টিকিট বিক্রির ব্যবস্থা।
১২. তিতাস কমিউটার ট্রেনের টয়লেটে নিয়মিত পানি ও পাত্র সরবরাহ নিশ্চিত করা।
১৩. দুর্ঘটনা প্রতিরোধে স্টেশনের প্ল্যাটফর্মে থাকা সব অবৈধ দোকান উচ্ছেদ করে বাউন্ডারির বাইরে স্থানান্তর।
আরিফুর রহমান মুরাদ বলেন, “ট্রেন ও মেট্রোরেলের যাত্রীসেবা দিন দিন জনবান্ধব হয়ে উঠছে না বরং ভোগান্তি বাড়ছে। এই রিটের মাধ্যমে চাওয়া হয়েছে যাত্রীদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে।"
আদালত কী নির্দেশনা দেন, তা নিয়ে যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে