সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রাম্প জাতিসংঘের তুলনা করলেন ভাঙা টেলিপ্রম্পটারের সঙ্গে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এসে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক ঘন্টাব্যাপী বক্তব্যে সংস্থাটির কার্যকারিতা ও বর্তমান অবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময়ই একধরনের বিশৃঙ্খলার মুখে পড়েন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। চলন্ত সিড়িতে ওঠার পরপরই সেটি বন্ধ হয়ে গেলে বাকিটা হেঁটেই উঠতে হয় তাদের। পরে ভাষণ দিতে গিয়ে তিনি দেখতে পান, টেলিপ্রম্পটারও কাজ করছে না। এই দুটি ঘটনার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, জাতিসংঘ এখন অনেকটা “বন্ধ সিড়ি” ও “ভাঙা টেলিপ্রম্পটারের” মতোই— অকার্যকর ও অপ্রস্তুত।

নির্ধারিত ১৫ মিনিটের সময়সীমা অতিক্রম করে প্রায় ৫৬ মিনিটের দীর্ঘ বক্তব্যে ট্রাম্প বলেন, “জাতিসংঘ তার প্রকৃত সম্ভাবনার সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয়েছে।” তিনি প্রশ্ন তোলেন সংস্থাটির শান্তিরক্ষী ভূমিকা ও বিশ্ব রাজনীতিতে এর বাস্তব অবদান নিয়ে।

আন্তর্জাতিক অভিবাসন নীতিরও কড়া সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, “জাতিসংঘ অভিবাসনকে এমনভাবে পরিচালনা করছে, যা পশ্চিমা দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।”

ট্রাম্পের বক্তব্যে উঠে এসেছে ইউক্রেন, ইরান ও গাজা পরিস্থিতি। ইউক্রেন যুদ্ধকে তিনি “সবচেয়ে সহজে সমাধানযোগ্য সংঘাত” বলে অভিহিত করেন। গাজা নিয়ে বলেন, “যুদ্ধ শেষ করতেই হবে,” এবং জিম্মিদের মুক্তির দাবি জানান। তিনি সম্প্রতি কিছু দেশ কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘটনাকে “হামাসের নৃশংসতার জন্য পুরস্কার” বলেও উল্লেখ করেন।

ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বে অন্তত সাতটি যুদ্ধ বন্ধ করা হয়েছে, যেগুলোর প্রত্যেকটিই "নোবেল পুরস্কারের যোগ্য"।

বক্তব্যের শেষে ট্রাম্প বলেন, “যদি আপনারা আবার মহান হতে চান, আপনাদের সীমান্ত ও প্রচলিত জ্বালানির উৎসকে শক্তিশালী করতে হবে।”

বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘে ট্রাম্পের এই বক্তব্য কেবল আন্তর্জাতিক কূটনীতির ভাষ্য নয়, বরং ২০২4 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তার বৈশ্বিক দৃষ্টিভঙ্গিরও ইঙ্গিত বহন করে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন