সর্বশেষ

জাতীয়

 ঢাকায় ভারতীয় হাই কমিশনের ১০ম জাতীয় আয়ুর্বেদ দিবস উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে ১০ম জাতীয় আয়ুর্বেদ দিবস ২০২৫ উদ্‌যাপন করেছে ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)। এ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসা বিশেষজ্ঞ, যোগব্যায়াম অনুশীলনকারী ও বাংলাদেশি ইয়ুথ ডেলিগেশনের সদস্যরা অংশগ্রহণ করেন।

এ বছরের মূল প্রতিপাদ্য ছিল- “মানুষের জন্য আয়ুর্বেদ, গ্রহের জন্য আয়ুর্বেদ” যা ব্যক্তির কল্যাণের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ও স্থায়িত্বে আয়ুর্বেদের গুরুত্বকে তুলে ধরেছে।

শুরুতেই, আইজিসিসির পরিচালক অ্যান ম্যারি জর্জ স্বাগত বক্তব্যে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রাচীন সাংস্কৃতিক, ভাষা ও ঐতিহ্যের বন্ধন এবং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিগুলোর মিলের ওপর আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাস্থ্যনীতিতে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসা বহু শতাব্দী ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উভয় দেশের ভৌগোলিক ও জলবায়ু পার্থক্য না থাকলেও অনেক ঔষধি উদ্ভিদ মিল রয়েছে, যা গবেষণা ও উদ্ভাবনের জন্য দারুণ সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তিনি আরও বলেন, অনেক বাংলাদেশি শিক্ষার্থী প্রাচীন চিকিৎসাশাস্ত্রের ওপর শিক্ষালাভের জন্য ভারত গমন করে থাকেন, যা দুই দেশের মধ্যে জ্ঞান ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করছে।

বাংলাদেশের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডা. সারিক হাসান খান মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসার গুরুত্ব তুলে ধরে বলেন, এই পদ্ধতিগুলি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে “জার্নি অব আয়ুর্বেদ” শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। এরপর, আইজিসিসির যোগব্যায়াম প্রশিক্ষক শাহানাজ পারভীন শিখা মনোমুগ্ধকর যোগব্যায়াম প্রদর্শন করেন। একই সঙ্গে, ঢাকার ইয়োগা ব্লিসের ফারহানা সুলতানা করিমের পরিচালনায় একটি আন্তঃক্রিয়ামূলক যোগব্যায়াম সেশন পরিচালিত হয়।

ভারতীয় হাই কমিশনের এই উদ্যোগটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করে তুলেছে। এটি জাতির স্বাস্থ্য ও টেকসই জীবনযাত্রার জন্য প্রাচীন চিকিৎসা পদ্ধতিগুলোর প্রাসঙ্গিকতা ও গুরুত্বকে নতুন করে তুলে ধরেছে।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন