শৈলকুপায় নিয়ম লঙ্ঘনে চার সার ডিলারকে জরিমানা

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে চারটি সার ও বীজ বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিস্তারিত অভিযোগ ও জরিমানা:
মোল্লা এন্টারপ্রাইজ (হাকিমপুর ইউনিয়ন)রেজিস্টার হালনাগাদ না থাকা, ক্যাশ মেমো ছাড়া বিক্রি ও বেশি দামে সার বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
হামজা ট্রেডার্স (সাধুহাটি বাজার) সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও স্টক রেজিস্টার না রাখার অভিযোগে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
ফাতেহা ভ্যারাইটিজ স্টোর (সাধুহাটি বাজার) লাইসেন্স ও ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রির অপরাধে ৩,০০০ টাকা জরিমানা আদায়।
মা বীজ ভাণ্ডার (থানা রোড) মেয়াদউত্তীর্ণ ও তথ্যবিহীন বীজ বিক্রি এবং কেনার মেমো না থাকার কারণে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক নিশাত মেহের এবং উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামানসহ সংশ্লিষ্টরা।
সহকারী পরিচালক নিশাত মেহের জানান, “ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”
১৬৬ বার পড়া হয়েছে