সর্বশেষ

জাতীয়

টঙ্গীর আগুনে আরেক ফায়ার ফাইটারের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪৯

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুরুতর দগ্ধ ফায়ার সার্ভিস সদস্য শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তাঁর মৃত্যুতে দেশে অগ্নিকাণ্ড ও দুর্যোগে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ফায়ার ফাইটারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ জনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়। তার শরীরের শতভাগই দগ্ধ ছিল।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামের বাসিন্দা শামীম আহমেদ দীর্ঘ ২০ বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ‘লিডার’ পদে পদোন্নতি পেয়েছিলেন। স্ত্রী মনি আক্তার ও তিন সন্তান নিয়ে তিনি টঙ্গীতেই বসবাস করতেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে শুরু করে ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার, অগ্নিনির্বাপণ এবং অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ৪৯ জন সদস্য কর্তব্যরত অবস্থায় জীবন দিয়েছেন।

উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী বিসিক শিল্পনগরীর সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর সময় হঠাৎ একাধিক বিস্ফোরণে শামীমসহ চারজন ফায়ার ফাইটার দগ্ধ হন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন