তরুণদের 'থ্রি-জিরো ক্লাব' গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্বকে আরও মানবিক ও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যেতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গঠনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এই আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস বলেন, “আমি এমন একটি পৃথিবীর কথা বলছি যেখানে থাকবে—শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব। এটাই আমাদের ‘থ্রি-জিরো ওয়ার্ল্ড’ ধারণা।” একই সঙ্গে তিনি জাতিসংঘ মহাসচিব ঘোষিত ‘জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভ’-এরও প্রসঙ্গ তুলে ধরেন, যেখানে বর্জ্য কমিয়ে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার কথা বলা হয়েছে।
তিনি জানান, এই ধারণা শুধু কল্পনা নয়, বরং বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এ জন্য বিশ্বজুড়ে তরুণদের নিয়ে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন ক্লাবে সদস্যরা টেকসই জীবনধারা, সামাজিক উদ্যোগ এবং পরিবেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন।
অধ্যাপক ইউনূস বলেন, “যত বেশি তরুণ এই আন্দোলনে যুক্ত হবে, তত দ্রুত আমরা গড়ে তুলতে পারব থ্রি-জিরো পরিবার, গ্রাম, শহর—এবং একদিন পুরো একটি থ্রি-জিরো বিশ্ব।”
তিনি আরও বলেন, “ছোট ছোট পদক্ষেপ থেকেই বড় পরিবর্তনের শুরু। যদি আমরা সামাজিক ব্যবসা, তরুণদের শক্তি এবং প্রযুক্তিকে একসঙ্গে কাজে লাগাই, তাহলে জটিলতম বৈশ্বিক সমস্যারও সমাধান সম্ভব।”
১০৬ বার পড়া হয়েছে