সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি, নিবন্ধন পাচ্ছে নতুন রাজনৈতিক দল

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি মাসের শেষ সপ্তাহ থেকে পর্যায়ক্রমে সুশীল সমাজ, নারী প্রতিনিধি, গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি সূত্র।
ইসি সচিবালয় সংলাপের সময়সূচি ও অংশগ্রহণকারীদের তালিকা প্রস্তুত করেছে। কমিশনের অনুমোদন পেলেই আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সূত্র জানায়, প্রায় এক মাস ধরে চলবে এই সংলাপ। এতে সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যমের ব্যক্তিত্ব, নারী নেত্রী, নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়া মুক্তিযোদ্ধা প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে নিবন্ধিত ৫০টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া জাতীয় পার্টি ও ১৪ দলের কিছু শরিক দল নিয়ে আপত্তি রয়েছে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর। এদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে কি-না, তা এখনও চূড়ান্ত হয়নি।
এদিকে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে উত্তীর্ণ ২২টি দলের মধ্যে ৪-৫টি দল, যেমন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নিবন্ধন পেতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এসব দলকে নিবন্ধনের পর সংলাপে অন্তর্ভুক্ত করা হবে। এই সংলাপ অক্টোবরের মাঝামাঝি হতে পারে।
নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি সপ্তাহেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে ইসি, যেখানে প্রস্তাবিত দলগুলোর তালিকা প্রকাশ করে জনমত ও আপত্তি আহ্বান করা হবে। আপত্তি না থাকলে দলগুলোকে নিবন্ধন দেওয়া হবে, অন্যথায় শুনানির পর সিদ্ধান্ত হবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপকে কেন্দ্র করে ইসি একটি ভিন্ন কৌশল নিয়েছে। বড় দলগুলোকে এককভাবে এবং অন্যান্য দলগুলোকে গ্রুপভিত্তিকভাবে সংলাপে আহ্বান জানানো হবে। এতে বিশৃঙ্খলা এড়ানো সম্ভব বলে মনে করছে কমিশন।
ইসি কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, “রোডম্যাপ অনুযায়ী দল নিবন্ধন ও সংলাপের কাজ সময়মতো শেষ হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন দলগুলোর নিবন্ধন ও চলতি মাসের শেষ সপ্তাহে সংলাপ আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”
উল্লেখ্য, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসি ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র নির্ধারণ, নির্বাচনী সরঞ্জাম ক্রয়সহ প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন করেছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি অ্যাপ তৈরির কাজও চলমান রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ করতে চায় কমিশন। এ লক্ষ্যে ‘ফুল গিয়ারে’ চলছে প্রস্তুতি।
১১৪ বার পড়া হয়েছে