ইউনিলিভার বাংলাদেশের নতুন এমডি হচ্ছেন রুহুল কুদ্দুস খান

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল কুদ্দুস খান।
আগামী ১ নভেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এই তথ্য জানিয়েছে।
রুহুল কুদ্দুস খান দায়িত্ব গ্রহণের পর বর্তমান এমডি জাভেদ আখতারের স্থলাভিষিক্ত হবেন।
ইউনিলিভারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুহুল কুদ্দুস ১৯৯৬ সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রামের (UFLP) অধীনে প্রশিক্ষণার্থী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিভাগে, বিশেষ করে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন (R&D) খাতে, ২৯ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে, ইউনিলিভার বাংলাদেশের ‘নেট জিরো’ টার্গেট বাস্তবায়নে তাঁর অবদান গুরুত্বপূর্ণ।
পেশাগত যোগ্যতার দিক থেকে তিনি ভারতের আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সাপ্লাই চেইন ও অপারেশনস খাতে তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত।
পিটিএবি ক্লাস্টার (পাকিস্তান, তুরস্ক, আরব ও বাংলাদেশ) প্রধান শাজিয়া সাইয়েদ বলেন, “রুহুল কুদ্দুস ব্যবসা রূপান্তর, সংকটকালীন সিদ্ধান্ত এবং টেকসই উন্নয়ন—এই তিনটি ক্ষেত্রেই নিজেকে দক্ষ নেতা হিসেবে প্রমাণ করেছেন। তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি এবং গভীর পেশাগত দক্ষতা তাঁকে এই দায়িত্বের জন্য প্রস্তুত করেছে। তাঁর নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশ আরও কার্যকরভাবে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।”
প্রসঙ্গত, ইউনিলিভার বাংলাদেশ একটি শীর্ষস্থানীয় বহুজাতিক ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার বাংলাদেশে কার্যক্রমের ইতিহাস ৬০ বছরের বেশি। দেশের প্রতি ১০টি পরিবারের মধ্যে অন্তত ৯টি পরিবার ইউনিলিভারের অন্তত একটি পণ্য ব্যবহার করে। এর জনপ্রিয় ব্র্যান্ডের তালিকায় রয়েছে: লাক্স, লাইফবয়, সার্ফ এক্সেল, ক্লোজআপ, সানসিল্ক, পন্ডস, ভ্যাসলিন ও ডাভসহ ২৫টিরও বেশি পণ্য।
১০৯ বার পড়া হয়েছে