কারাগারে মৃত্যুবরণ করলেন গাইবান্ধার সাবেক ইউপি চেয়ারম্যান

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক মুন্না (মুন্না চেয়ারম্যান) জেলা কারাগারে মারা গেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তার মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মুন্নাকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান দায়িত্বরত চিকিৎসক। ইসিজি পরীক্ষায় কোনো জীবনচিহ্ন পাওয়া যায়নি।
পরিবারের দাবি, মুন্নাকে পরিকল্পিতভাবে একাধিক মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছিল। তাদের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তবে কারা কর্তৃপক্ষ বিষয়টিকে স্বাভাবিক মৃত্যুই বলছে।
এ বিষয়ে গাইবান্ধার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, এক মাস আগে আইনশৃঙ্খলা বাহিনী মুন্না চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। আদালত থেকে জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে বের হওয়ার আগেই অন্য মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই তিনি কারাবন্দি ছিলেন।
১১৯ বার পড়া হয়েছে