গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭৫ মৃত্যু, নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরাইলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণহানির সংখ্যা ভয়াবহ রূপ নিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ২৮৩ জনে।
রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। এছাড়া একই সময়ে আহত হয়েছেন আরও ৩০৪ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।
মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরাইলি সেনাদের গুলিতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৪ জন। এই নিয়ে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহের সময় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২৩ জনে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজার ৪৭৩ জন।
এছাড়া অপুষ্টি ও খাদ্যসংকটে গত ২৪ ঘণ্টায় অন্তত চারজন, যার মধ্যে শিশুও রয়েছে, প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, খাদ্যসংকটের কারণে মোট মৃতের সংখ্যা এখন ৪৪০ জন, যার মধ্যে ১৪৭ জন শিশু।
খাদ্য নিরাপত্তা সংস্থা আইপিসি গত মাসে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ওই ঘোষণার পর থেকে এখন পর্যন্ত দুর্ভিক্ষজনিত কারণে মৃত্যু হয়েছে ১৬২ জনের, যার মধ্যে রয়েছে ৩২টি শিশু।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় নতুন করে হামলা শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত নতুন দফার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ হাজার ৭২৪ জন এবং আহত হয়েছেন ৫৪ হাজার ৫৩৪ জন।
এই পরিস্থিতিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার ইসরাইলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও তা উপেক্ষিত থেকে যাচ্ছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলা চলমান রয়েছে।
১১৬ বার পড়া হয়েছে