নির্ধারিত সময়েই নির্বাচন চান ৮৬.৫% ভোটার: জরিপ

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের জনগণের বড় একটি অংশ চায়, ২০২৬ সালের জাতীয় নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হোক।
সম্প্রতি একটি জনমত জরিপে অংশ নেওয়া ৮৬ দশমিক ৫ শতাংশ ভোটার এমন মতামত দিয়েছেন। একইসঙ্গে, ৯৪ দশমিক ৩ শতাংশ ভোটার জানিয়েছেন তারা আগ্রহের সঙ্গেই ভোট দিতে প্রস্তুত।
এই তথ্য উঠে এসেছে ইনোভেশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড–২’-এর প্রাথমিক প্রতিবেদনে। রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় রোববার (২১ সেপ্টেম্বর) জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জরিপের ফল তুলে ধরেন ইনোভেশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সমন্বয়ক মো. রুবাইয়াত সরোয়ার।
জরিপের পেছনের তথ্য
আংশগ্রহণকারীর সংখ্যা: ১০,৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিক
মূল থিম: অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনকালীন নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সংস্কার নিয়ে জনমত
সহযোগী প্রতিষ্ঠান: ভয়েস ফর রিফর্ম এবং ব্রেইন (বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক)
জরিপের মূল কিছু ফলাফল এক নজরে
অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা
৭৮.৭% ভোটার অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে "ভালো" বা "গড় মানের" হিসেবে দেখেছেন।
তরুণ, শহরবাসী ও উচ্চশিক্ষিতদের মধ্যে সন্তুষ্টির হার অপেক্ষাকৃত কম।
নির্বাচন ও নিরাপত্তা
৬৯.৯% বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে।
৭৭.৫% অংশগ্রহণকারী মনে করেন নিরাপদে ভোট দেওয়া সম্ভব।
তবে প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে বিশেষ করে তরুণ ও শহরবাসীদের মধ্যে সন্দেহ রয়েছে।
আইনশৃঙ্খলা
৫৬.৬% নাগরিক মনে করছেন চাঁদাবাজি বেড়েছে।
তরুণ ও শিক্ষিতদের তথ্যের প্রধান উৎস সামাজিক যোগাযোগমাধ্যম।
নির্বাচন আয়োজন ও ভোটগ্রহণ
৮৬.৫% উত্তরদাতা মনে করেন, নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই হওয়া উচিত।
৯৪.৩% জানিয়ে দিয়েছেন, তারা ভোট দিতে প্রস্তুত।
তবে শিক্ষার্থী, পেশাজীবী ও উচ্চশিক্ষিতদের একটি অংশ নির্বাচনের সময়সূচি নিয়ে কিছুটা আপত্তি জানিয়েছেন।
নির্বাচনী সংস্কার (PR পদ্ধতি)
৫৬% ভোটার আনুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation - PR) সম্পর্কে জানেন না।
তবে যারা জানেন, তাদের মধ্যে বেশিরভাগই এই ব্যবস্থাকে সমর্থনযোগ্য মনে করেন।
তরুণ ও শিক্ষিত অংশগ্রহণকারীদের মধ্যে PR বিষয়ে সচেতনতা এবং সমর্থনের হার তুলনামূলক বেশি।
গোলটেবিল আলোচনায় যাঁরা ছিলেন
ড. সাইমুম পারভেজ (রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ)
এ কে এম ফাহিম মাশরুর (সিইও, বিডিজবস)
ব্যারিস্টার রশনা ইমাম (সুপ্রিম কোর্ট)
শফিকুর রহমান (নির্বাহী পরিচালক, ব্রেইন)
প্রতিষ্ঠান পরিচিতি
ইনোভেশন কনসালটিং একটি আন্তর্জাতিক গবেষণা ও পরামর্শ প্রদানকারী সংস্থা, যারা ‘People’s Perception on Election’ শিরোনামে ধারাবাহিক জরিপ পরিচালনা করছে।
১১০ বার পড়া হয়েছে