জেদ্দায় নভেম্বরে হজ সম্মেলন ও প্রদর্শনীর পঞ্চম আসর

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবের জেদ্দায় আগামী ৯ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আয়োজনে এবারের আয়োজনে প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘মক্কা থেকে বিশ্বে’।
হজ ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এই সম্মেলনকে সৌদি ভিশন ২০৩০-এর ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্মেলনের পৃষ্ঠপোষকতা করছেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
বৈচিত্র্যময় আয়োজন ও অংশগ্রহণ
গতবারের সম্মেলনে ১৩৭টি দেশের ২২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়, আর দর্শনার্থীর সংখ্যা ছাড়ায় ১ লাখ ২০ হাজার। সেসময় ৬৭০টিরও বেশি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
এবারের সম্মেলনে থাকছে ৮০টির বেশি আলোচনাসভা এবং ৬০টি বিশেষ কর্মশালা, যেখানে অংশ নেবেন গবেষক, শিক্ষক, কূটনীতিক, হজ-সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও প্রশিক্ষণার্থীরা।
ইতিহাস ও প্রযুক্তির সমন্বয়
কিং আবদুল আজিজ ফাউন্ডেশন (দারাহ) এবার আয়োজন করেছে বিশেষ ফোরাম— ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস’, যেখানে তুলে ধরা হবে হজের ঐতিহাসিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক। হজ অভিজ্ঞতা নথিভুক্ত ও উপস্থাপনের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার তুলে ধরা হবে এই ফোরামে।
অংশ নিচ্ছে ২৬০+ প্রতিষ্ঠান
প্রদর্শনীটি আয়োজিত হবে ৫২ হাজার বর্গমিটার জুড়ে, যেখানে ২৬০টিরও বেশি দেশি–বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে থাকবে:
ভ্রমণ ও পরিবহন সংস্থা
স্বাস্থ্য, খাদ্য ও বীমা সেবাদানকারী প্রতিষ্ঠান
ভিড় ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতের প্রতিনিধি
অলাভজনক সংস্থা ও হজ-সংক্রান্ত স্টার্টআপ
বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘ইনোভেশন জোন’, যেখানে ১৫টি স্টার্টআপ তিনটি আলাদা ক্যাটাগরিতে অংশ নিয়ে হজ ব্যবস্থাপনায় নতুন সমাধান উপস্থাপন করবে।
সম্মেলনের তাৎপর্য
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ আয়োজন হচ্ছে বিশ্বব্যাপী হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি একমাত্র বিশেষায়িত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা উদ্ভাবন, উন্নয়ন এবং সরকারি-বেসরকারি ও অলাভজনক সংস্থার মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
১১৭ বার পড়া হয়েছে