সর্বশেষ

জাতীয়

প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালত আলাদা করল সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতগুলোকে পুরোপুরি পৃথক করা হয়েছে। এই পদক্ষেপের ফলে মামলার নিষ্পত্তিতে গতি বাড়বে এবং সময় বাঁচবে।

আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয় জানায়, জেলা আদালতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও জেলা জজরা একসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার পরিচালনা করেন। একই বিচারকের ওপর দুই ধরনের দায়িত্ব থাকায় মামলাজট ও বিচার প্রক্রিয়ার বিলম্ব হয়।

দেশের অধস্তন আদালতে বর্তমানে প্রায় ১৬ লাখ দেওয়ানি ও ২৩ লাখ ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। যদিও ফৌজদারি মামলার সংখ্যা বেশি, তবুও ফৌজদারি বিচারককে উভয় ধরনের মামলা পরিচালনা করতে হয়, যা গতি কমিয়ে দেয়।

এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন প্রজ্ঞাপনে ২০৩টি অতিরিক্ত দায়রা আদালত এবং ৩৬৭টি যুগ্ম দায়রা আদালত প্রতিষ্ঠা করা হয়েছে, যেগুলো শুধুমাত্র ফৌজদারি মামলার বিচার করবে। এতে বিচারকদের দ্বৈত দায়িত্ব কমে বিচার প্রক্রিয়া দ্রুত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে জেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ আলাদা হবে, যা মামলার নিষ্পত্তি বৃদ্ধি এবং মামলাজট কমাতে সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন