সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ হবে জানাল শিক্ষা বোর্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১২ লাখ পরীক্ষার্থী ফলাফলের জন্য অপেক্ষা করছেন। সূত্রে জানা গেছে,

অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এইচএসসি ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা বাধ্যতামূলক। তাই বর্তমানে ফল প্রস্তুতির কাজ চলছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বৃহস্পতিবার (১৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “আমরা পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করবো। সঠিক তারিখ নির্ধারণ করতে হলে ৬০ দিনের সময় বিবেচনা করতে হবে, তবে আগেও ফল প্রকাশ করা যেতে পারে। কাজ শেষ হলেই ফল প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, “ফল প্রকাশের বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি এবং এ নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়নি। পরীক্ষা তিনবার পিছিয়ে গেছে, তবে আমরা ৬০ দিনের মধ্যে ফল দেবার কথা বলেছি।”

খাতা মূল্যায়নের সময় বাড়ানোর কারণে ফল প্রকাশে কোনো বিলম্ব হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “খাতা মূল্যায়নের সময় বাড়ানো ও ফল প্রকাশের সময়ের মধ্যে কোনো সম্পর্ক নেই।”

এইচএসসি পরীক্ষা শুরু হয় ২৬ জুন থেকে এবং শেষ হয় ১৯ আগস্টে। ব্যবহারিক পরীক্ষা চলে ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত। যদিও পরীক্ষা চলাকালীন বিভিন্ন সংকট ও স্বাস্থ্যগত ঝুঁকি ছিল, তবুও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ পুরুষ এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ নারী পরীক্ষার্থী রয়েছেন। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯১ হাজার ২৪১, রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ এবং চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন। এছাড়া বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২, ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজারের মতো।

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন