সর্বশেষ

জাতীয়সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
যথাযোগ্য মর্যাদায় দেশে ফিরল শরিফ ওসমান হাদির মরদেহ
দেশে ফেরার প্রস্তুতি তারেক রহমানের, ট্রাভেল পাস হাতে পেলেন
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের নিন্দা, দায় সরকারের বলে মন্তব্য
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার ঘোষণা লুক্সেমবার্গের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনকে সামনে রেখে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের অন্যতম দেশ লুক্সেমবার্গ।

এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার ইউরোপীয় প্রচেষ্টায় আরও একটি গুরুত্বপূর্ণ দেশের সংযোজন হলো।

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন গত সোমবার সাংবাদিকদের বলেন, “গত কয়েক মাসে গাজার পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটেছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা সেই দেশগুলোর পাশে দাঁড়াতে চাই, যারা দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।”

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ফিলিস্তিন স্বীকৃতির প্রচেষ্টার নেতৃত্ব নেওয়ার ঘোষণা দেন। গাজায় দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে এই উদ্যোগ নিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, ফ্রান্সের সক্রিয় ভূমিকা ইউরোপের অন্যান্য দেশকেও একই পথে এগিয়ে যেতে উৎসাহিত করছে।

ইতোমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও বেলজিয়াম— এসব দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

তবে এই উদ্যোগের কঠোর সমালোচনা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি হামাসের মতো সংগঠনকে আরও উসকে দিচ্ছে, যা শান্তি প্রক্রিয়ার জন্য হুমকি।”

অন্যদিকে মানবাধিকার পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের হিসেবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা অভিযান চলাকালে এখন পর্যন্ত ৬৪ হাজার ৯০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকার করে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, জাতিসংঘের একটি সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে ইসরায়েলকে গাজায় “জাতিগত নিধনের” জন্য দায়ী করা হয়েছে। প্রতিবেদনে ইসরায়েলের প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের এই সহিংসতার উসকানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়।

বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদন ও ইউরোপীয় দেশগুলোর উদ্যোগ মধ্যপ্রাচ্য সংকটের ভবিষ্যতের জন্য একটি নতুন মোড় আনতে পারে।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন