জাতীয়
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাসানুজ্জামান।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিজির দায়িত্ব পেলেন হাসানুজ্জামান

স্টাফ রিপোর্টার
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাসানুজ্জামান।
এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাঠপর্যায়ে কর্মরত ইটিআই পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে (আইডি: ১০৭০৪০০১) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হলো।
'জনস্বার্থে জারিকৃত' এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
১১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর