বগুড়ায় ভিমরুলের কামড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার ধুনট উপজেলায় ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৬) নামে এক প্রাক-প্রাথমিক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।
মরিয়ম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মোহাব্বত আলী সরকারের মেয়ে এবং আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমিয়া সুলতানা রিক্তা জানান, শনিবার বিকেলে মরিয়ম স্থানীয় ইছামতী নদীর তীরে জঙ্গলের পাশে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে তারা ভিমরুলের বাসায় ঢিল ছুঁড়ে মারলে উত্যক্ত হয়ে ভিমরুলের দল শিশুদের দিকে আক্রমণ করে। এতে মরিয়মের শরীরজুড়ে অসংখ্য কামড় লাগে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে ভিমরুলের বিষক্রিয়ায় রোববার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
১১৩ বার পড়া হয়েছে