সর্বশেষ

আন্তর্জাতিক

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা প্রশ্নবিদ্ধ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরে নতুন ইসরায়েলি বসতি নির্মাণের একটি বিতর্কিত পরিকল্পনার অগ্রগতি নিশ্চিত করেছেন।

এই পদক্ষেপ ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময়, নেতানিয়াহু এক অনুষ্ঠানে এই পরিকল্পনার চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ৩,৪০০টি নতুন বসতি নির্মাণের কথা রয়েছে, যা পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের একটি বড় অংশকে বিচ্ছিন্ন করে ফেলবে। এর ফলে অঞ্চলটিতে অবস্থিত হাজারো ইসরায়েলি বসতির মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব হবে।

নেতানিয়াহু তার বক্তব্যে বলেন, "আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছি। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই জমি আমাদের।" তিনি আরও জানান, এই পরিকল্পনার মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের জনসংখ্যা দ্বিগুণ করা হবে।

এই পদক্ষেপ আন্তর্জাতিক পরিসরে তীব্র সমালোচনার জন্ম দিতে পারে। কারণ ১৯৬৭ সাল থেকে দখলীকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ হিসেবে বিবেচিত, যদিও সেগুলো ইসরায়েলি সরকারের অনুমোদনপ্রাপ্ত।

বিশেষজ্ঞদের মতে, নতুন বসতি নির্মাণের মাধ্যমে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মধ্যে ভৌগোলিক বিভাজন তৈরি হবে, যা ফিলিস্তিনিদের জন্য একটি সংযুক্ত ও কার্যকর রাষ্ট্র গঠনকে প্রায় অসম্ভব করে তুলবে।

পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তারা এই শহরকেই ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন