সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্নির্ধারণের প্রতিবাদে নতুন করে অবরোধ, যানচলাচল বন্ধ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তের প্রতিবাদে আবারও দুই মহাসড়কে অবরোধ চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী। এর ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবরোধ শুরু হয়। ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী ও মনসুরাবাদ, পাশাপাশি ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী, নওপাড়া ও পুখুরিয়া এলাকায় স্থানীয়রা গাছ কেটে ও বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

নতুন গেজেট অনুযায়ী, ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়, যা এলাকাবাসীর বিরোধের সৃষ্টি করেছে। তারা স্লোগান দিয়ে সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন, যেমন- ‘আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই’, ‘ভাঙ্গা আমার মায়ের ভাগ্য, বিভাজন হবে না’, ‘নগরকান্দার সঙ্গে জুড়ে দেওয়া মানি না’।

অবরোধের কারণে মহাসড়কে শতাধিক যানবাহন আটকা পড়েছে। যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, পণ্য পরিবহন ও সাধারণ যাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙ্গা থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান জানান, ‘আমরা মহাসড়ক পরিষ্কার করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। তবে অবরোধকারীদের বুঝাতে পারিনি। জরুরি যানবাহন ছাড় দেওয়া হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক রয়েছে।’

এর আগে, ৫ সেপ্টেম্বর একই দাবিতে সাতটি স্থানে অবরোধ চালানো হয়। সেই সময় উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হলেও, সীমানা পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন বাতিলের জন্য নির্বাচন কমিশনে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বিএনপি নেতা শহিদুল ইসলামসহ সাতজনের পক্ষ থেকে ৭ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টে রিটের প্রস্তুতি নেওয়া হয়। তবে, নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই, আন্দোলন-প্রচেষ্টা কোনও লাভ হবে না।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন