সর্বশেষ

জাতীয়

ডাকসু নির্বাচন ঘিরে তিন দিনের বিশেষ নিরাপত্তা, বন্ধ মেট্রোস্টেশন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৩:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই নিরাপত্তা কার্যক্রম চলবে বুধবার পর্যন্ত।

ডিএমপি সূত্র জানায়, ভোটগ্রহণের আগের দিন সোমবার দায়িত্ব পালন করবেন ১,৪৯১ জন পুলিশ সদস্য, এর মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭৫ জন। নির্বাচনের দিন মঙ্গলবার দায়িত্বে থাকবেন ২,০৬৪ জন, যার মধ্যে ২১৫ জন নারী পুলিশ। নির্বাচনের পরদিন বুধবার মোতায়েন থাকবে ৮১৯ জন পুলিশ সদস্য, যার মধ্যে নারী সদস্য ৭৫ জন।

মেট্রোস্টেশন ও যান চলাচলে নিষেধাজ্ঞা
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ। এছাড়া নির্বাচনের দিন ক্যাম্পাস এলাকায় রিকশা ও মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে।

বিশেষ নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা
টিএসসিতে স্থাপন করা হয়েছে সাব-কন্ট্রোল রুম, যেখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় ও পর্যবেক্ষণ করা হবে। দায়িত্বপ্রাপ্ত অফিসাররা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সঙ্গে সমন্বয়ে কাজ করবেন।

নিরাপত্তায় থাকবে:

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
বোমা নিষ্ক্রিয়করণ দল
সোয়াট টিম
ড্রোন ক্যামেরা
সিসিটিভি মনিটরিং (পর্যবেক্ষণ করবেন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট)
প্রয়োজনে দ্রুত মোতায়েনের জন্য থাকবে একটি এপিসি, ওয়াটার ক্যানন, কমান্ড ভেহিকেল ও অ্যাম্বুলেন্স।

বিভিন্ন এলাকায় পেট্রোল ও রিজার্ভ ফোর্স

 

ফুট প্যাট্রল থাকবে ফুলার রোড, কলাভবন, শহিদ মিনার, মল চত্বর, কেন্দ্রীয় মসজিদ, কার্জন হল, সোহরাওয়ার্দী উদ্যান, লেদার টেকনোলজি ও আইবিএ হোস্টেল এলাকায়।

স্ট্রাইকিং রিজার্ভ অবস্থান করবে:

ভিসির বাংলো
কুয়েত-বাংলাদেশ মৈত্রী হল
ফজিলাতুন্নেছা মুজিব হল
সমাজকল্যাণ ইনস্টিটিউট
শাহবাগ থানা
নিউ মার্কেট থানা
নির্বাচনের দিন ব্যারিকেড চেকপোস্ট থাকবে
শাহবাগ থানার সামনে
নীলক্ষেত ক্রসিং
পলাশী
রোমানা ক্রসিং
জগন্নাথ হল
শহীদুল্লাহ হল
দোয়েল চত্বর
শিববাড়ী ক্রসিং

ক্যাম্পাসে চালু থাকবে শাটল সার্ভিস।

 

ছাত্রদের ভোটকেন্দ্রে যাতায়াত সহজ করতে সোমবার সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত ক্যাম্পাসজুড়ে চক্রাকার ‘শাটল সার্ভিস’ চালু থাকবে। যেসব কেন্দ্রে এই সেবা থাকবে, তা হলো:


ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব
ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ
সিনেট ভবন
শারীরিক শিক্ষা কেন্দ্র
ভূতত্ত্ব বিভাগ
কার্জন হল। 

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন