দেশের ১৫০ উপজেলার স্কুলে অক্টোবর থেকে মিড-ডে মিল চালু: উপদেষ্টা

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে আগামী অক্টোবর থেকে মিড-ডে মিল কার্যক্রম শুরু করা হবে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ হলেও প্রকৃত সাক্ষরতার হার আরও কম হতে পারে। কারণ, আগের সরকার প্রকৃত স্বাক্ষরতার হার কমিয়ে দেখানোর চেষ্টা করেছে। স্কুল পরিদর্শনে দেখা গেছে, অনেক শিক্ষার্থী প্রকৃত অর্থে সাক্ষর নয়।
তিনি আরও জানান, যারা পিছিয়ে রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে তারা সাক্ষর হতে পারে।
স্কুলে ছুটি কমানোর বিষয়েও তিনি বলেন, ‘বর্তমানে দেশের স্কুলগুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই অপ্রয়োজনীয় ছুটিগুলো কমিয়ে আনার পরিকল্পনা চলছে।’
এছাড়াও, প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক শূন্যপদ পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
১১৩ বার পড়া হয়েছে