সর্বশেষ

জাতীয়খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, কাল এয়ার অ্যাম্বুলেন্স আসছে না
আনিসুল–মঞ্জুর নেতৃত্বে ২০ দলে নতুন রাজনৈতিক জোট ‘এনডিএফ’র আত্মপ্রকাশ
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত, দাবি মানা না হলে আন্দোলন চলবে
চব্বিশের হত্যাযজ্ঞ মামলায় ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ
জামায়াতের প্রতিনিধি দলের ইসির সঙ্গে বৈঠক
ডিসেম্বরে বাড়ছে শীতের দাপট, দ্বিতীয়ার্ধে শৈত্যপ্রবাহের আশঙ্কা : আবহাওয়া অফিস
ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ: বাড়লো ৬ টাকা
মোহাম্মদপুরে বাসায় মা–মেয়েকে কুপিয়ে হত্যা
মালদ্বীপে হৃদরোগে আক্রান্ত দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সারাদেশপঞ্চগড়ে টানা দুইদিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
রমজান সামনে রেখে ছোলা-খেজুরসহ ৬ পণ্যের আমদানি জোরদার চট্টগ্রাম বন্দরে
সুন্দরবনে ৭ জেলে অপহরণ, মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
শৈলকুপায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি
আন্তর্জাতিকথাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবারও গোলাগুলি, আহত ২ সেনা
মহারাষ্ট্রে নাসিকে ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ৬
নাইজেরিয়ায় অপহৃত ১০০ স্কুল শিক্ষার্থীকে মুক্ত করেছে সরকার
খেলাঅস্ত্রোপচার অনিবার্য; বিশ্বকাপে নেইমারের খেলা অনিশ্চিত
আন্তর্জাতিক

গাজা সিটিতে হামলা, শিশুদের মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজার তাল আল-হাওয়া এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শনিবার সকালে একটি সামরিক মানচিত্র প্রকাশ করে বেশ কয়েকটি উঁচু ভবনকে লক্ষ্যবস্তু ঘোষণা করার পরপরই জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কার্যালয়ের বিপরীতে অবস্থিত ১৫ তলা সাউসি টাওয়ারে হামলা চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ভবন ধ্বংসের আগে স্থানীয় বাসিন্দাদের মাত্র আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে ঘর ছাড়তে বলা হয়, যা নিরাপদে পালানোর জন্য মোটেও যথেষ্ট নয়। এর ফলে এলাকাজুড়ে আতঙ্ক আরও বেড়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, এসব ভবন হামাসের গোয়েন্দা তৎপরতা ও সুড়ঙ্গ তৈরির কাজে ব্যবহৃত হচ্ছিল। তবে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এটি "ভুয়া প্রচারণা" এবং বাস্তবতাকে আড়াল করার চেষ্টা। তাদের মতে, এসব হামলার মূল উদ্দেশ্য হলো বেসামরিক অবকাঠামো ধ্বংস ও জনগণকে জোর করে বাস্তুচ্যুত করা।


গাজার কর্মকর্তারা জানিয়েছেন, চলমান সংঘাতে ইতোমধ্যে গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এর আগে শুক্রবার ১২ তলা মুশতাহা টাওয়ার ধ্বংস করে ইসরায়েলি বাহিনী, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে এসব সমালোচনাকে উপেক্ষা করেই গাজা সিটি দখলের উদ্দেশ্যে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।


গাজা থেকে পালাতে চাওয়া মানুষদের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশুরা। ইউনিসেফের মুখপাত্র টেস ইংগ্রাম জানান, গাজার মোট জনসংখ্যার অর্ধেকই শিশু এবং এদের অনেকেই জোরপূর্বক বাস্তুচ্যুতির কারণে চরম ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, “গাজার প্রতি দুই জনে একজন শিশু, আর তাদের জন্য জীবন এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে।”

শিশু অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, গাজায় চলমান প্রায় ২৩ মাসের যুদ্ধে গড়ে প্রতি ঘণ্টায় অন্তত একজন শিশু নিহত হচ্ছে। সংস্থাটি একে ‘ভয়াবহ নতুন মাত্রা’ হিসেবে আখ্যা দিয়েছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৪ হাজার ৩৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন।

শুধুমাত্র শনিবার সকাল থেকেই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৭ জন, যাদের মধ্যে ৪৫ জনই গাজা সিটির বাসিন্দা। এছাড়া অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত অনাহারে মারা গেছেন ৩৮২ জন, যাদের মধ্যে ১৩৫ জন শিশু।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন