হামাসের সঙ্গে ‘গভীর আলোচনা’ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে "অত্যন্ত গভীর" আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, “হামাসের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আমি তাদের আহ্বান জানাতে চাই—জিম্মিদের ছেড়ে দিন। ভালো কিছু ঘটবে। তবে যদি তারা তা না করে, তাহলে পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠবে।”
তিনি আরও জানান, হামাসের কাছে বর্তমানে খুব বেশি জীবিত জিম্মি না থাকায় আলোচনার পথও কঠিন হয়ে উঠেছে। তার ভাষায়, “আমি অনেক আগেই বলেছিলাম—যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসে, তখন তাদের উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় পদক্ষেপ নিতে গেলে সেটি অনেক সময় আত্মসমর্পণের শামিল হয়ে যায়, যা কারও কাম্য নয়।”
এর আগেও গাজায় যুদ্ধ থামাতে হামাসকে সব জিম্মি দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। গত ৩ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ এক বার্তায় তিনি বলেন, “হামাসকে বলুন সব ২০ জন জিম্মিকে অবিলম্বে ফিরিয়ে দিতে। তাহলেই যুদ্ধ থামবে, পরিস্থিতি বদলে যাবে।”
ট্রাম্পের এ বার্তার পরপরই হামাসের পক্ষ থেকেও জানানো হয়, তারা যুদ্ধ বন্ধে একটি পূর্ণাঙ্গ চুক্তির বিষয়ে প্রস্তুত রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে