উত্তম পুরস্কার

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আমি চাই- প্রতিটা নিস্পাপ চোখের অশ্রুবিন্দু
তাকে দেয়া কষ্টের ফল দুনিয়াতেই দেয়।
আমি চাই- প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল
এই জনমেই ভোগ করে।
আমি চাই- চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব
এই জনমেই হয়।
প্রতিটা দুর্ব্যবহার, প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি,
প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব
এই জনমেই হয়।
আমি চাই- যে যাকে যতটা অসহায় করে দেয়
সে যেন তার থেকে সহস্র গুণ অসহায় হয়ে পড়ে।
যে যার সাথে যতটা অন্যায় করে;
তার সাথে যেন অন্যায় হয় আরও সহস্রগুণ বেশি।
যারা ঠোঁটের হাসি কেড়ে নেয়,
রাতের ঘুম কেড়ে নেয়,
বিষন্নতার রোগ দিয়ে যায়;
তাদের যেন বিসর্জন যায় সমস্ত শান্তি,
সমস্ত নিশ্চিন্দি এবং যা কিছু ভালো।
যাদেরকে নিয়ে ছিনিমিনি খেলে সারা জীবনের মতো
ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দিয়ে যারা
অন্য ঠিকানায় ভালো থাকতে শুরু করে,
তারা যেন কোনও একদিন-
সমস্ত ভালোবাসার ঠিকানা থেকে বিতাড়িত হয়।
আমি চাই- যারা অন্যের বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়ে
দিব্যি জীবনের উন্মত্ত হাসি হাসছে,
তাদের যেন একটা সময়ের পর,
বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু মনে না হয়।
অনুতাপের আগুনকে যেন কেউ ফাঁকি দিতে না পারে।
প্রায়শ্চিত্যের দাবানলে যেন প্রত্যেককে পুড়তে হয়।
তোমার নোংরামি আর প্রতারণায়,
আজ যে মানুষ টা ভেঙে পড়েছে,
তার জন্য অপেক্ষায় থাকুক উত্তম পুরস্কার।
১৬৬ বার পড়া হয়েছে