মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আনন্দপুর এলাকায় বিএনপির স্থানীয় নেতা ওয়াহিদ মোল্লা ও উজির আলী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ পারভেজ জানান, “রাতে গুলিবিদ্ধ অবস্থায় ৮ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনের মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সহিংসতার সূত্রপাত।
এ বিষয়ে উজির আলীর দাবি, “ওয়াহিদ মোল্লার লোকজন পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। আমার লোকজনের দিকেই তারা একতরফা গুলিবর্ষণ করেছে।”
অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা ওয়াহিদ মোল্লা বলেন, “আমার সমর্থকদের ওপর প্রথমে উজির আলীর লোকজন হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।”
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
১০৮ বার পড়া হয়েছে