সর্বশেষ

সারাদেশ

কুমারখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটে নির্বাচিত হলেন যারা

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী ১১টি ইউনিয়ন কমিটির মোট ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ২টি ভোট নষ্ট হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক ৫৪৬ ভোট লাভ করে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান হাফিজ পেয়েছেন ২২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. লুৎফর রহমান ৪২৩ ভোটে নির্বাচিত হন, অন্য প্রার্থী ছিলেন খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন, যিনি ৭৫ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রাসেল উদ্দিন বাবু ৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

৫ সেপ্টেম্বর, শুক্রবার, এম এন মাধ্যমিক বিদ্যালয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২ জন সভাপতি, ৩ জন সাধারণ সম্পাদক এবং ৪ জন সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ কয়েক বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনটি সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্বাচন ভবিষ্যতে কুষ্টিয়া-৪ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন