প্রথম ওয়ানডেতে চোট, সিরিজ থেকে ছিটকে গেলেন ডি জর্জি

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটার টনি ডি জর্জির।
সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে তিনি সিরিজ থেকে ছিটকে গেছেন।
হেডিংলিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে জস বাটলারের একটি শট থামাতে গিয়ে বাউন্ডারিতে ডাইভ দিলে ডি জর্জি বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। বল আটকাতে সক্ষম হলেও চোট গুরুতর হওয়ায় মাঠ ছেড়ে যেতে হয় তাকে, এবং আর ফিল্ডিংয়ে ফেরেননি। তখনই জানানো হয়েছিল, কেবল জরুরি প্রয়োজন হলে তিনি ব্যাটিংয়ে নামবেন।
তবে ইংল্যান্ডের দেওয়া ১৩২ রানের ছোট লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা সহজেই জয় তুলে নেওয়ায় ব্যাটিংয়েও নামতে হয়নি ডি জর্জিকে।
বর্তমানে তিনি দেশে ফিরে ইনজুরির স্ক্যান করাবেন—এরপর জানা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এই ব্যাটারকে।
স্কোয়াডে পরিবর্তন নয়
ডি জর্জির পরিবর্তে কোনো নতুন খেলোয়াড়কে স্কোয়াডে যুক্ত করা হয়নি, কারণ তিনিই মূলত রিজার্ভ হিসেবে দলে ছিলেন এবং খেলেছিলেন ম্যাথিউ ব্রিটজক-এর জায়গায়।
ব্রিটজক নিজেও আগে বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন, তবে তিনি এখন সুস্থ এবং সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে (৪ সেপ্টেম্বর) খেলতে প্রস্তুত রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি চার নম্বরে ব্যাট করবেন।
ইনজুরির ছায়া রইলো আরও কয়েকজনের ওপর
দক্ষিণ আফ্রিকার ইনজুরি সমস্যা এখানেই থেমে নেই। পেস আক্রমণের মূল অস্ত্র কাগিসো রাবাদা এখনো গোড়ালির ইনফ্লেমেশনের কারণে মাঠে ফিরতে পারেননি। অস্ট্রেলিয়া সিরিজে খেলেননি, ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেও ছিলেন না।
তাকে ঘিরে অনিশ্চয়তা বাড়ায়, ডারহাম পেসার কোডি ইউসুফকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাবাদা টি-টোয়েন্টি সিরিজের আগে মাঠে ফিরবেন না।
এছাড়া অধিনায়ক টেম্বা বাভুমাকেও নিয়ে রয়েছে দুশ্চিন্তা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাওয়া হ্যামস্ট্রিং চোটের পর তিনি এখনো 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট' প্রোটোকলে রয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডের মধ্যে দুটি খেলেছেন এবং ইংল্যান্ডের প্রথম ম্যাচেও খেলেছেন। তবে বাকি দুটি ম্যাচে অন্তত একটিতে বিশ্রাম পেতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে দক্ষিণ আফ্রিকা ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে