সর্বশেষ

জাতীয়

তারেক রহমানের ‘কারামুক্তি দিবসে’ উন্মুক্ত আলোচনা সভা ও জাগরণের গান 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে এক উন্মুক্ত আলোচনা সভা ও জাগরণের গান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর মিলনায়তনে এ অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

আয়োজনে ছিল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ও ‘আমরা বিএনপি পরিবার’। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও অভিনেতা চৌধুরী মাজহার আলী (শিবা শানু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, পরিচালনা করেন গীতিকার-সুরকার ও বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইথুন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। আলোচনা সভায় আরও অংশ নেন কবি আবদুল হাই শিকদার, নাট্য ব্যক্তিত্ব আব্দুল আজিজ, যুক্তরাজ্য বিএনপি’র উপদেষ্টা ব্যারিস্টার তারেক বিন আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আবদুল্লাহ আল মামুন, সমাজ ও রাজনীতি বিশ্লেষক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

সঙ্গীত পরিবেশনে অংশ নেন মৌসুমী চৌধুরী, পরাণ আহসান, আকলিমা মুক্তা, গামছা পলাশ ও সাজ্জাদ হোসেন পলাশসহ বিভিন্ন শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের গুণী ব্যক্তিত্ব আবুল হাসনাইন, মুর্শেদ ইমন, জাসাসের কেন্দ্রীয় নেতা খালেদ এনাম মুন্না, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদত হোসেন প্রমুখ।

এছাড়া, দেশের ছাত্রদল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, জাহিদ শাকিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান কাজল, ঢাকা কলেজের ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ মনোয়ার কাদির বিটু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রফেসর ড. নুর মহল আক্তার বানু, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নেতৃবৃন্দ, কৃষিবিদ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন