ফুটবলের লড়াইয়ে সংবাদ উপস্থাপকরা

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
শুরু হচ্ছে সংবাদ উপস্থাপকদের অংশগ্রহনে ফুটবল টুর্নামেন্ট। দেশের সকল বেসরকারি টেলিভিশন ও রেডিও’র সংবাদ উপস্থাপকদের একমাত্র নিবন্ধিত সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ এনবিএ’র নারী-পুরুষ সদস্যরা এতে অংশগ্রহন করবেন।
১৩ সেপ্টেম্বর এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
খেলায় অংশ নিবে ৬টি দল। চারটি দলে খেলবে ছেলেরা এবং দু’টিতে খেলবে মেয়েরা। দিনব্যাপী ইভেন্ট শেষ হবে ফাইনালের মধ্যদিয়ে। ভয়েস কিংস, এনবিএ ওয়ারিওর্স, ব্রডকাস্ট কুইনস, দ্যা অ্যাংকর অ্যাভেঞ্জারস, প্রেসিডেন্ট স্কোয়াডস এবং প্রেজেন্টার্স এক্সপ্রেস এই ছ’টি নামে খেলবে দলগুলো। বুধবার লটারির মাধ্যমে সম্পন্ন হয় খেলোয়াড়দের দল ভাগাভাগি।
টূর্নামেন্টের আহ্বায়ক সামির হোসেন বলেন, উপস্থাপকদের সুস্থ বিনোদন এবং পারস্পারিক হৃদ্যতা বাড়াতে এই আয়োজন। এনবিএ’র আয়োজনে এটি প্রতিবছর চলবে।
এনবিএ সভাপতি ডা: সাকলায়েন রাসেল বলেন, এনবিএ সদস্যরা প্রতিদিন কাজ করেন দেশের মানুষের তথ্যসেবা নিশ্চিত করতে। এনবিএ’র মাধ্যমে আমরা চেষ্টা করি সংবাদ উপস্থাপকদের দৈনন্দিন কাজের বাইরেও একত্রিত করতে, ভিন্ন স্বাদে রাখতে। পেশাগত পারফরমেন্স উন্নয়নের পাশাপাশি আমরা কাজ করছি এই পেশার মানুষের কর্মক্ষেত্রে নানা অধিকার নিশ্চিতে। বছরের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ইভেন্টে একত্রিত হই, এতে পারস্পারিক চেনাজানা ও আন্তরিকতা বাড়ে।
সংবাদ উপস্থাপকদের অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন প্রশিক্ষন, সাংস্কৃতিক বিনোদন ও খেলাধূলা সহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে ঐতিহ্যবাহী সংগঠন এনবিএ। এবারই সংবাদ উপস্থাপকরা প্রথমবার অংশ নিচ্ছেন ফুটবল খেলায়।
২৬৩ বার পড়া হয়েছে