সুদানে ভূমিধসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের মারাহ পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে একটি সম্পূর্ণ গ্রাম ধ্বংস হয়ে গেছে।
মর্মান্তিক এই ঘটনায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কেবলমাত্র একজন ব্যক্তি বেঁচে আছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের পর গত রবিবার মধ্য দারফুরের দুর্গম মারাহ পর্বতমালায় অবস্থিত তারাসিন গ্রামে ভূমিধসটি ঘটে। এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে।
অঞ্চলটি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট-আর্মি (SLM-A) জানিয়েছে, "তারাসিন গ্রামটি সম্পূর্ণরূপে মাটির নিচে চাপা পড়ে গেছে।" এক বিবৃতিতে তারা জানায়, প্রাথমিক তথ্যে প্রায় ১,০০০ জন বাসিন্দার মৃত্যুর ইঙ্গিত পাওয়া গেছে।
জাতিসংঘের সুদানের মানবিক সমন্বয়কারী লুকা রেন্ডা বলেছেন, "ভূমিধসের খবরে আমরা গভীরভাবে শোকাহত। জাতিসংঘ ও এর অংশীদার সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একত্রিত হচ্ছে।"
SLM-A মুখপাত্র মোহাম্মদ আবদেল-রহমান আল-নাইর বলেন, দুর্গম অবস্থানের কারণে এখন পর্যন্ত যথাযথ উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, গ্রামটিতে কেবল পায়ে হেঁটে বা গাধার মাধ্যমে যাওয়া সম্ভব।
দেশটির সার্বভৌম পরিষদ ভূমিধসে শত শত নিরীহ মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং সাহায্য প্রদানে সকল সম্ভাব্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
সুদান বর্তমানে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জর্জরিত। চলমান সংঘাতের তৃতীয় বছরে প্রবেশ করা দেশটিতে এ দুর্যোগ নতুন করে সংকটকে আরও ঘনীভূত করেছে। ইতোমধ্যে দারফুরের কিছু অঞ্চলে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বেসরকারি সাহায্য গোষ্ঠীগুলো জানিয়েছে, মারাহ পর্বতমালাসহ দারফুরের বড় একটি অংশ এখন ‘দুর্গম এলাকা’ হিসেবে চিহ্নিত। ডক্টরস উইদাউট বর্ডারস একে ‘ব্ল্যাক হোল’ হিসেবে আখ্যা দিয়েছে, যেখানে সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব।
এর আগে, গত বছর পূর্ব সুদানের লোহিত সাগর সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে একটি বাঁধ ভেঙে পড়লে ৩০ জনের মৃত্যু হয়।
ভূমিধসের পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এবং জাতিসংঘ ক্ষতিগ্রস্ত অঞ্চলে নিরাপদ প্রবেশাধিকার এবং সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছে।
বিশ্ব সম্প্রদায়ের প্রতি এখন সুদানের আহ্বান—মানবিক বিপর্যয়ের মুখে এগিয়ে আসা এবং সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।
১৩০ বার পড়া হয়েছে