দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৩:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রদলের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের আহসাননগর কারিগরি কলেজ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় কলেজ প্রাঙ্গণে ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মোজাক্কির রাব্বি, দৌলতপুর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও আসিফ রেজা শিশির মোল্লা। এছাড়াও স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও এ কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ শেষে কলেজ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মোজাক্কির রাব্বি।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে পর্যায়ক্রমে ৫ হাজারের বেশি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।
১৭৬ বার পড়া হয়েছে