পুলিশ সদস্যকে কোপানোতে ১০২ জনকে আটক করেছে যৌথবাহিনী

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় যৌথবাহিনীর অভিযানে অন্তত ১০২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
তিনি জানান, “সোমবার রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় ১০২ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃতদের মধ্যে হামলার সঙ্গে সরাসরি জড়িত কয়েকজন রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, ঘটনাস্থলসহ আদাবরের বিভিন্ন এলাকায় এখনো যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আদাবর থানা পুলিশ সুনিবিড় হাউজিং এলাকায় যায়। সেখানে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে চলমান সংঘর্ষ থামাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন পুলিশ সদস্য আল আমিন।
আল আমিন আদাবর থানার গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একটি পিকআপে করে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের নিয়ে গিয়েছিলেন। সংঘর্ষস্থলে গাড়ির কাছে অবস্থান করার সময় একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “আল আমিন গাড়ির কাছে অবস্থান করছিলেন। এ সময় একটি পক্ষ তাকে কুপিয়ে পালিয়ে যায়। কারা হামলায় জড়িত—তা শনাক্তে কাজ চলছে।”
তিনি আরও জানান, হামলাকারীরা কোনো কিশোর গ্যাংয়ের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
১৩৭ বার পড়া হয়েছে