নির্বাচন ছাড়া বিকল্প কোনো চিন্তা জাতির জন্য বিপজ্জনক হতে পারে : প্রধান উপদেষ্টা

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ কথা আবারও দৃঢ়ভাবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৩১ আগস্ট) রাতে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশে ভাষণে যে সময়সূচি ঘোষণা করেছিলেন, নির্বাচন ঠিক সেই সময়েই অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেই সরকারের প্রতিশ্রুতি রয়েছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। কেউ যদি এ বিষয়ে বিকল্প কিছু চিন্তা করে, তা জাতির জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে।”
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল থেকে রাত পর্যন্ত জামায়াতে ইসলামি, এনসিপি ও বিএনপি’র নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে নির্বাচনকালীন প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে নির্বাচন নিয়ে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সকল পক্ষকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
১৬৮ বার পড়া হয়েছে