হাইকোর্ট বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগ

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দুর্নীতির অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আক্তারুজ্জামান পদত্যাগ করেছেন।
রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির বরাবর লেখা পদত্যাগপত্র প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে জমা দেন তিনি। পরে তা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়।
উল্লেখ্য, বিচারপতি আক্তারুজ্জামান ঢাকার একটি বিশেষ আদালতের জেলা জজ হিসেবে দায়িত্ব পালনকালে আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেন। সেই রায়কে কেন্দ্র করে তিনি বিভিন্ন মহলে বিতর্কিত হয়ে ওঠেন।
বিচার বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারপতি আক্তারুজ্জামানসহ আরও ১১ জন হাইকোর্ট বিচারপতিকে ছুটিতে পাঠানো হয় ২০২৪ সালের ১৬ অক্টোবর। এরপর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে।
গত ২৬ আগস্ট বিচারপতি আক্তারুজ্জামানের বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এর কিছুদিন পরেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন।
ছুটিতে পাঠানো অন্যান্য বিচারপতিরা হলেন— বিচারপতি নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশীষ রঞ্জন দাস, মোহাম্মদ খুরশীদ আলম সরকার, এস এম মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নূর উদ্দিন, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত এবং খোন্দকার দিলীরুজ্জামান।
২০২৪ সালের অক্টোবরে রাজনৈতিক পরিবর্তনের পর বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠিত হয় এবং নতুন করে তদন্ত কার্যক্রম শুরু হয়। বর্তমান কাউন্সিলের সদস্যরা হলেন: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
১২৭ বার পড়া হয়েছে