সর্বশেষ

প্রযুক্তি

ভাসমান পোকার আদলে পানিতে চলা রোবট উদ্ভাবন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
পানির উপর দিয়ে ভেসে বেড়ানো ক্ষুদ্র পোকামাকড় বহুদিন ধরেই বিজ্ঞানীদের কৌতূহলের বিষয়। এসব জলজ পোকা যেমন পানিতে ভেসে থাকতে পারে, তেমনি বড় ঢেউ আসলেও সহজেই ভারসাম্য রক্ষা করে।

এবার সেই প্রকৃতির কাছ থেকেই অনুপ্রেরণা নিয়ে বিজ্ঞানীরা তৈরি করেছেন অভিনব এক রোবট, যা পানির ওপর দিয়ে চলতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং দক্ষিণ কোরিয়ার আজু বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথভাবে এই রোবটটি তৈরি করেছেন। তারা জানিয়েছেন, ‘রিপল বাগ’ বা রাগোভেলিয়া নামের একধরনের ভাসমান পোকার চলাফেরার ধরন বিশ্লেষণ করেই তারা এ উদ্ভাবন করেছেন।

পোকার পা থেকেই প্রযুক্তির ধারণা
রিপল বাগের পায়ের গঠনে বৈদ্যুতিক পাখার মতো বিশেষ অঙ্গ থাকে। এসব অঙ্গ পেশিশক্তি ছাড়াই চালনা করা যায় এবং এগুলো চোখের পলকের চেয়েও ১০ গুণ দ্রুত বন্ধ হয়—সেকেন্ডের ৫০ ভাগের ১ ভাগ সময়ে! এ গতি তাদের পানির ওপর দিক পরিবর্তন করে দ্রুত ছুটে চলতে সাহায্য করে। এক সেকেন্ডে তারা নিজের শরীরের দৈর্ঘ্যের ১২০ গুণ পর্যন্ত পাড়ি দিতে সক্ষম।

গবেষক ভিক্টর ওর্তেগা-জিমেঞ্জ বলেন, ‘প্রথম যখন এই পোকাগুলোর চলাফেরা দেখি, মনে হচ্ছিল যেন ছোট ছোট উড়ন্ত যন্ত্র! এত দ্রুত গতিতে চলছিল যে বোঝাই যাচ্ছিল না কৌশলটা কী।’

প্রথমে ধারণা করা হয়েছিল যে এই গতির পেছনে পেশিশক্তির অবদান রয়েছে। তবে গবেষণা জানায়, এটি আসলে পানির পৃষ্ঠটান ও অঙ্গের স্থিতিস্থাপকতার নিখুঁত সমন্বয়।

ফিতার মতো গঠন, প্রযুক্তির চাবিকাঠি
দক্ষিণ কোরিয়ার গবেষক জে-সাং ও তাঁর দল মাইক্রোস্কোপিক ছবি তুলে দেখেছেন, পোকার পাখার মতো অঙ্গগুলো গোল নয়, বরং ফিতার মতো চ্যাপ্টা। এর এই গঠনই তাদের প্রয়োজনের সময় প্রয়োজনীয় দৃঢ়তা দেয়।

এই অনুকরণেই তৈরি করা হয়েছে এক মিলিগ্রাম ওজনের ক্ষুদ্র এক রোবট, যা পানির পৃষ্ঠটানকে কাজে লাগিয়ে নিজেই নিজেকে চালিত করতে পারে। এতে রয়েছে দ্রুত গতি, থামার ক্ষমতা এবং মুহূর্তেই দিক পরিবর্তনের সক্ষমতা।

জে-সাং কোহ বলেন, ‘আমাদের তৈরি রোবটটি তার জৈবিক প্রতিরূপের মতোই জ্যামিতিক গঠন ও পৃষ্ঠটান কাজে লাগিয়ে চলতে পারে।’

প্রযুক্তিতে প্রকৃতির ছোঁয়া
এই উদ্ভাবন ভবিষ্যতে পরিবেশবান্ধব এবং ক্ষুদ্রাকৃতির রোবট প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন গবেষকরা।

সূত্র: সায়েন্স ডেইলি

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন