সর্বশেষ

রাজনীতি

বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ, আহত নুরুল হক নুর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, পূর্ব ঘোষিত এক সংবাদ সম্মেলনে অংশ নিতে গেলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সমর্থিত একটি পক্ষ তাদের ওপর হামলা চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত থেকে তাদের ওপর লাঠিচার্জ করেন।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত সময়ের মধ্যে সরে যেতে বলে। কিন্তু তারা সরে না গেলে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়, এতে নুরসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়, যা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালায়।

আহত নুরুল হক নুরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন