সর্বশেষ

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, এই নির্বাচন সফলভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আনোয়ারুল ইসলাম জানান, "ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারাও দায় এড়াতে পারবেন না।"

তিনি আরও বলেন, "জীবনের ঝুঁকি থাকলেও নির্বাচনে কোনো অনিয়ম বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যা কিছু করা প্রয়োজন, কমিশন তা করবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এবারের নির্বাচনে জনগণের অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে। দেশের বাইরে থাকা ভোটাররাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য।

কমিশনের অন্য সদস্যরাও নির্বাচনে কঠোর শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো সুযোগ থাকবে না। একইসঙ্গে, তারা মিতব্যয়ীভাবে নির্বাচন পরিচালনার ওপরও জোর দেন।

 

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন