সর্বশেষ

জাতীয়ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারার আহ্বান তারেক রহমানের
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জনতাকে অভিবাদন জানালেন তারেক রহমান
সাফ ফুটসালের প্রথম আসরেই শিরোপা বাংলাদেশের
সাকিবকে দলে বিবেচনার নাটকীয় সিদ্ধান্তে নতুন বিতর্ক
সারাদেশ৭১-এর গণহত্যাকারীদের হাতে দেশ তুলে না দেয়ার আহ্বান ফখরুলের
কবর জিয়ারতের মধ্য দিয়ে গোপালগঞ্জে সিপন ভুইয়ার প্রচারণা শুরু
আজ মধ্যরাতে নারায়ণগঞ্জে বিশাল সমাবেশে অংশ নেবেন তারেক রহমান
২৭ জানুয়ারি সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির
ক্ষমতায় এলে হালতি বিলকে তিন ফসলি জমিতে রূপান্তরের ঘোষণা দুলুর
রাজশাহীতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
জানাজা শেষে বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও শিশুসন্তানকে পাশাপাশি দাফন
সেনাবাহিনীর অভিযানে মাদারীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার
নারায়নগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে ভাঙচুর-গুলিবর্ষণ
শেরপুরকে টাইব্রেকারে হারিয়ে শীতলক্ষা জোনের চ্যাম্পিয়ন জামালপুর
আন্তর্জাতিকপ্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত ২
খেলাআইসিসি বিশ্বকাপ থেকে সরালো বাংলাদেশকে, স্কটল্যান্ড পেল সুযোগ
আইন-আদালত

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৫:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি ও অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এই আদেশ দেওয়া হয়।

আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিদের মধ্যে রয়েছেন—মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), শেখ হাফিজুর রহমান কার্জন (৫৫), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খাঁন (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহাম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৮ আগস্ট বেলা ১১টার দিকে রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’ নামের একটি নতুন সংগঠন। সেখানে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী বক্তব্য রাখেন। অভিযোগ অনুযায়ী, ওই বক্তব্যে তিনি দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে সরকার উৎখাতের উসকানি দেন।

পুলিশ জানায়, ‘মঞ্চ ৭১’ নামের ওই সংগঠন গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করে। সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কাজ করার কথা বললেও, তদন্তে তাদের কার্যক্রমকে ‘ষড়যন্ত্রমূলক’ হিসেবে চিহ্নিত করা হয়।

উল্লেখ্য, গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া অন্যান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে উঠে আসে, লতিফ সিদ্দিকীর বক্তব্যের সময় উপস্থিত লোকজন তাকে ও তার সহকর্মীদের ঘেরাও করে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিতে থাকে। পরবর্তীতে পুলিশ তাদের হেফাজতে নেয়।

পুলিশের দাবি, এই কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

৩৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন