চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারি সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে তিনি দেশে প্রত্যাবর্তন করেন।
চীন সফরের সময় জেনারেল ওয়াকার-উজ-জামান পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি পিএলএর স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
২২ আগস্ট পিএলএর সদর দপ্তরে পৌঁছালে সেনাপ্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে একাধিক দাফতরিক বৈঠকে তিনি কৌশলগত সহযোগিতা, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবাসনে চীনের সহায়তার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের সামরিক শিল্প উন্নয়নে চীনের সম্ভাব্য সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়।
২৩ আগস্ট সেনাপ্রধান চীনের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নোরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া সফরের অংশ হিসেবে সেনাপ্রধান বেইজিংয়ে অবস্থিত পিএলএ’র একাডেমি অব আর্মড ফোর্সেস-এর বিভিন্ন প্রশিক্ষণ সুবিধা ও সামরিক গবেষণাগার পরিদর্শন করেন। আন্তর্জাতিক মানসম্পন্ন এই একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারাও কারিগরি প্রশিক্ষণ নিয়ে থাকেন।
প্রসঙ্গত, সেনাপ্রধান ২০ আগস্ট সরকারি সফরে চীন গমন করেন। সফরকালে দুই দেশের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের আলোচনায় অংশ নেন তিনি।
১২০ বার পড়া হয়েছে