সর্বশেষ

শিক্ষা

প্রকৌশল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা, আন্দোলন চলমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৩:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি শুরু করেছে।

“প্রকৌশলী অধিকার আন্দোলন” এর ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এক সমাবেশে সংগঠনটির সভাপতি মো. ওয়ালীউল্লাহ এই ঘোষণা দেন। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ওয়ালীউল্লাহ বলেন, "আমরা তিন দফা দাবি উত্থাপন করেছি, কিন্তু এখন পর্যন্ত একটি দাবিও পূরণ হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন শুরু করেছি।"

তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

এ সময় তিনি আজকের কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে যমুনা অভিমুখে যাত্রা করছিলাম। সেখানে পুলিশের ন্যাক্কারজনক হামলায় ৫০ জনেরও বেশি প্রকৌশল শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি আমরা উপদেষ্টাদের কাছে জোরালোভাবে উত্থাপন করেছি।”

প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতারা জানান, তারা শান্তিপূর্ণ ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবেন, এবং প্রশাসনের প্রতি দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন