সর্বশেষ

সারাদেশ

বন্ধুর জানাজায় কাঁদতে দেখা সেই সুধীর বাবু আর নেই

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বন্ধুর মৃত্যুর শোকে জানাজায় এসে গাছের গুঁড়িতে বসে কান্নারত অবস্থায় ভাইরাল হওয়া সেই সুধীর বাবু মারা গেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচো গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, পাঁচ মেয়ে এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, মঙ্গলবার রাতেই সুধীর বাবুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

২০২১ সালের ৭ সেপ্টেম্বর মারা যান সুধীর বাবুর ছোটবেলার বন্ধু আমির হোসেন সওদাগর। পরদিন জানাজায় অংশ নিতে সুধীর বাবু যান বন্ধুর বাড়িতে। জানাজার পেছনে একটি গাছের গুঁড়িতে বসে বন্ধুর জন্য অশ্রু ঝরাতে থাকেন তিনি।

সেই মুহূর্তের একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। আন্তধর্মীয় বন্ধুত্ব ও ভালোবাসার নিদর্শন হিসেবে দেশজুড়ে মানুষের মন ছুঁয়ে যায় এই দৃশ্য। অনেক সংবাদমাধ্যমও তখন সুধীর বাবু ও আমির হোসেনের বন্ধুত্বের গল্প তুলে ধরে।

জানা গেছে, ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন সুধীর বাবু ও আমির হোসেন। তারা শুধু বন্ধুই ছিলেন না, ছিলেন আড্ডার সঙ্গী, খেলাধুলার পার্টনার এবং গুণবতী বাজারের ব্যবসায়ী সহকর্মী। বয়স বাড়লেও তাদের বন্ধুত্বে কখনো ছেদ পড়েনি।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন