সাহিত্য
ছোট ছোট দূর্বলতার ভিতর
গতকালের পাখি

আজাদুর রহমান
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ১:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ছোট ছোট দূর্বলতার ভিতর
কবি জন্মে
কবিতা জন্মে
এমনকি তাদের মৃত্যুও হতে পারে-
এই সব ছোট ছোট দূর্বলতার ভিতরে।
ফিরে যাবার জন্য এসে, এখন
ট্রিগার চেপে ধরে আছো শীতকাল
দেরাজ তোলা খিলান,
এই যে বাতাসের ফিনকি
আটকা পড়ে আছে
গতকালের পাখি।
২৪ আগস্ট, ২০২৫
সিংগাপুর।
২২৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর