সর্বশেষ

আইন-আদালত

হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পরিদর্শক খান মো. এরফান, আফ্রিদির সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে, রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’-এ অংশ নেন মো. আসাদুল হক বাবু। যাত্রাবাড়ীতে ওই দিন দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ চলাকালে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট নিহত আসাদুলের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলার অন্যান্য আপডেটে জানা গেছে, নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ১৮ আগস্ট তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন